রান্নাঘরের পাশে গাঁজা চাষ, যুবক কারাগারে
গাঁজার গাছসহ রুহুল আমিনকে আটক করে ডিবি পুলিশ
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় ১৯ ফুট উচ্চতার একটি গাঁজা গাছসহ রুহুল আমিন মধু (৩২) নামের এক ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মাদক মামলা আইনে গ্রেফতার দেখিয়ে সোমবার (২১ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়। রুহুল আমিন উপজেলার নন্দনালপুর ইউনিয়নের হাবাসপুর এলাকার আব্দুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, রুহুল আমিন রান্নাঘরের পাশে সাত মাস ধরে একটি গাঁজা গাছ চাষ করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে তার বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশ। অভিযানে প্রায় ১৯ ফুট উচ্চতার গাঁজা গাছটি জব্দ করা হয়। এ সময় তাকে আটক করা হয়।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহসীন হোসাইন জাগো নিউজকে বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আল-মামুন সাগর/এসজে/এমএস