পরীক্ষা কেন্দ্র থেকে উত্তরপত্র গায়েব, ২ পরিদর্শক বরখাস্ত
গাজীপুর নগরীর টঙ্গীতে এইচএসসি পরীক্ষা কেন্দ্র থেকে উত্তরপত্র খোয়া যাওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
বিদ্যালয়ের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মো. আলাউদ্দিন মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এ ঘটনায় দুই কক্ষ পরিদর্শককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা যায়, বৃহস্পতিবার কেমিস্ট্রি দ্বিতীয় পত্রের পরীক্ষা ছিল। ওই কক্ষে ৫২ শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছিল। পরীক্ষা শেষে একটি উত্তরপত্র কম পাওয়া যায়। সাহাজ উদ্দিন সরকারি স্কুল অ্যান্ড কলেজের এক পরীক্ষার্থীর উত্তরপত্র খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে ওই পরীক্ষার্থীকে বাসা থেকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি উত্তরপত্র পরীক্ষার হলে জমা দিয়েছে বলে জানান।
টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মো. আলাউদ্দিন মিয়া জাগো নিউজকে বলেন, আমার কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭৮০ জন। বৃহস্পতিবার পরীক্ষা শেষে লিখিত পরীক্ষার উত্তরপত্র গণনায় মোট ৭৭৯টি পাওয়া যায়। ওই শিক্ষার্থী যথা নিয়মে কক্ষ পরিদর্শকের কাছে উত্তরপত্র জমা দিয়েই কেন্দ্র ত্যাগ করেছে বলে জানান।
কেন্দ্র সচিব আরও বলেন, ‘বিষয়টি শিক্ষাবোর্ডকে জানানো হয়েছে। এ ঘটনায় কক্ষ পরিদর্শক মনিরা খানম ও আতিউর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’
এ বিষয়ে টঙ্গী সাহাজ উদ্দিন সরকারি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. দেলোয়ার হোসাইন জাগো নিউজকে বলেন, ‘আমাদের পরীক্ষার্থী যথা নিয়মে উত্তরপত্র জমা দিয়েই কেন্দ্র ত্যাগ করেছে। তার উত্তরপত্র খোয়া যাওয়ার দায়দায়িত্ব সম্পূর্ণ কেন্দ্র কর্তৃপক্ষের।’
গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হাসিনা আক্তার ও জেলা শিক্ষা কর্মকর্তার রেবেকা সুলতানা জানান, উত্তরপত্র খোয়া যাওয়ার বিষয়ে তাদের জানানো হয়নি। তবে বিষয়টি সঠিক হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মো. আমিনুল ইসলাম/এসজে/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ৯ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের আগুন
- ২ টানা পাঁচদিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে
- ৩ বিএনপির ৫ নেতার ‘সুপার ফাইভ বাহিনীর’ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ
- ৪ নারী কর্মীদের ধাওয়া, প্রতিবাদ করায় জামায়াত নেতার ওপর হামলা
- ৫ বিএনপি প্রার্থীর হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার করে টাকা দাবি, জিডি