গাজীপুরে কম্পোজিট মিলের আগুন নিয়ন্ত্রণে
গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় মোশারফ কম্পোজিট মিলে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় পৌনে দুই ঘণ্টার প্রচেষ্টায় শুক্রবার (২৫ নভেম্বর) সকাল পৌনে ১০টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে সকাল পৌনে ৯টায় ওই কারখানায় আগুন লাগে। শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মো. বেলাল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মোশারফ কম্পোজিট কারখানায় সেমিপাকা একতলা ভবনে তুলার গুদামে আগুন লাগে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়।
খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় পৌনে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে হতাহতের কোনো খবর ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।
আমিনুল ইসলাম/বিএ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ৯ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের আগুন
- ২ টানা পাঁচদিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে
- ৩ বিএনপির ৫ নেতার ‘সুপার ফাইভ বাহিনীর’ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ
- ৪ নারী কর্মীদের ধাওয়া, প্রতিবাদ করায় জামায়াত নেতার ওপর হামলা
- ৫ বিএনপি প্রার্থীর হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার করে টাকা দাবি, জিডি