গাজীপুরে নদী দখল-দূষণ ও ভাঙন রোধে মানববন্ধন
গাজীপুরে দখল-দূষণ, ভাঙন রোধ ও নদী আইন বাস্তবায়নের দাবিতে মানববন্ধন হয়েছে। শুক্রবার (২৫ নভেম্বর) সকালে মহানগরীর কাশিমপুর তুরাগ নদীর তীরে এ কর্মসূচি পালিত হয়।
নদী বাঁচাও আন্দোলনের জেলা সভাপতি অধ্যাপক মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে ও প্রভাষক সানোয়ার আলমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল, সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক ডা. বোরহান উদ্দিন অরণ্য, জেলার সাধারণ সম্পাদক আব্দুল মালেক মিয়া, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আরিফ আহমেদ, স্থানীয় যুবলীগ নেতা খন্দকার মামুন রেজা ও সাইদুর রহমান প্রমুখ।
মো. আমিনুল ইসলাম/আরএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ৯ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের আগুন
- ২ টানা পাঁচদিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে
- ৩ বিএনপির ৫ নেতার ‘সুপার ফাইভ বাহিনীর’ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ
- ৪ নারী কর্মীদের ধাওয়া, প্রতিবাদ করায় জামায়াত নেতার ওপর হামলা
- ৫ বিএনপি প্রার্থীর হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার করে টাকা দাবি, জিডি