বেনাপোলে হেরোইনসহ ৮ মামলার আসামি গ্রেফতার
যশোরের বেনাপোলে ১০ গ্রাম হেরোইনসহ গোপালগঞ্জের কাশিয়ানি থানার ৮টি মামলায় পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামি ফাইজান রহমানকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দুপুরের দিকে বেনাপোল পোর্ট থানার দৌলতপুর হাফিজিয়া এতিমখানার সামনে থেকে গ্রেফতার করা হয় তাকে।
গ্রেফতার ফাইজান কাশিয়ানির মৃত দিপক বিশ্বাসের ছেলে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর উত্তরপাড়া জাহানারা আহম্মাদ আলী হাফিজিয়া এতিমখানার সামনে থেকে ১০ গ্রাম হেরোইনসহ ফাইজানকে গ্রেফতার করা হয়। পরে খোঁজ নিয়ে জানা যায়, ৮টি মামলায় পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামি সে। গ্রেফতার এড়াতে পালিয়ে ছিল বেনাপোলে।
মাদক আইনে তার বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে। বিকেলে পাঠানো হয়েছে যশোর আদালতে।
মো. জামাল হোসেন/এমএইচআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চট্টগ্রামে ১১ দলীয় জোটের আসন বণ্টন, ১৬ আসনে জামায়াতের ভাগে ৯
- ২ আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা
- ৩ ফরিদপুরে ঐতিহ্যবাহী গরুদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ৪ সুনামগঞ্জে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপি ও এবি পার্টির প্রার্থী
- ৫ আচরণবিধি লঙ্ঘন করায় মিন্টুর ভাই আকবরকে ২০ হাজার টাকা জরিমানা