ইঞ্জিন বিকল, এক ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার ভোগান্তিতে পড়েন যাত্রীরা
গাজীপুরের শ্রীপুর উপজেলায় যমুনা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আবার এক ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
বুধবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ৬টায় ইঞ্জিন বিকল হয়ে যায়। পার্শ্ববর্তী স্টেশনে যাত্রা বিরতি দেওয়া বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন যুক্ত করে যমুনা এক্সপ্রেস শ্রীপুর স্টেশনে আনা হয়। পরে ৭টা ৪০ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন শ্রীপুর রেলওয়ে স্টেশনের দায়িত্বরত মাস্টার শামীমা আক্তার।
তিনি বলেন, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনটি সকাল ৬টা ২৪ মিনিটে শ্রীপুর স্টেশনে প্রবেশ করে। দুই মিনিট পর ৬টা ২৬মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে শ্রীপুর স্টেশন ছেড়ে যায়। সামান্য দূর যেতেই আউটার সিগন্যালের কাছাকাছি পৌঁছা মাত্রই ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ঢাকা-ময়মনসিংহ সড়কে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ময়মনসিংহগামী বলাকা কমিউটার রাজন্দ্রেপুর স্টেশনে যাত্রা বিরতি করছিল। ট্রেনটির ইঞ্জিন এনে বিকল হওয়া ট্রেনটি সচল করে শ্রীপুর স্টেশনে আনা হয়। ৭টা ৪০মিনিটে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু করে।
স্টেশন মাস্টার আরও বলেন, যমুনা এক্সপ্রেস ট্রেনটি এখন শ্রীপুর স্টেশনে আছে। বলাকা কমিউটারের ইঞ্জিন রাজন্দ্রেপুর স্টেশনে পাঠানো হয়েছে। সেখানে অপেক্ষমাণ বলাকা কমিউটার অল্প কিছু সময়ের মধ্যে ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে যাবে।
আমিনুল ইসলাম/এসজে/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ৯ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের আগুন
- ২ টানা পাঁচদিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে
- ৩ বিএনপির ৫ নেতার ‘সুপার ফাইভ বাহিনীর’ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ
- ৪ নারী কর্মীদের ধাওয়া, প্রতিবাদ করায় জামায়াত নেতার ওপর হামলা
- ৫ বিএনপি প্রার্থীর হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার করে টাকা দাবি, জিডি