ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সভা থেকে ফেরার পথে জিপে কাভার্ডভ্যানের ধাক্কা, চেয়ারম্যানসহ আহত ২

উপজেলা প্রতিনিধি | ঈশ্বরদী (পাবনা) | প্রকাশিত: ০৯:১৭ পিএম, ০৪ ডিসেম্বর ২০২২

সভা থেকে বাড়ি ফেরা পথে কাভার্ডভ্যানের ধাক্কায় পাবনার ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলীসহ দুজন আহত হয়েছেন।

রোববার (৪ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে পাবনা-নাটোর মহাসড়কের শেখপাড়ার ডুমুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত অপরজন হলেন উপজেলা মহিলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহানা পারভীন রুনা।

প্রত্যক্ষদর্শী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম বিশ্বাস জাগো নিউজকে বলেন, মুলাডুলি কলেজে মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা শেষে সোহানা পারভীনসহ কয়েকজনকে নিয়ে চেয়ারম্যান তার জিপে বাড়ি ফিরছিলেন। আমার ব্যক্তিগত গাড়িতে তার পেছনে ছিলাম। ডুমুরতলা এলাকায় একটি কাভার্ডভ্যান জিপটিকে ধাক্কা দেয়। আহতদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।

jagonews24

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শফিকুল ইসলাম শামীম জাগো নিউজকে বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তারা এখন সুস্থ আছেন। মারাত্মক কোনো জখম হয়নি।

পাকশী হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) বেলাল হোসেন জাগো নিউজকে বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। কেউ এ বিষয়ে কোনো অভিযোগও করেননি।

শেখ মহসীন/এসজে/জিকেএস