ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পাচারের পর উদ্ধারদের কর্মসংস্থান, যশোরে ২০ জনকে সম্মাননা

জেলা প্রতিনিধি | যশোর | প্রকাশিত: ১০:০৩ পিএম, ০৬ ডিসেম্বর ২০২২

যশোরে পাচারের পর উদ্ধার নারী-পুরুষের কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তাকারী ২০ জন মেন্টরকে সম্মাননা দেওয়া হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা উইনরক ইন্টারন্যাশনালের আয়োজনে মঙ্গলবার (৬ ডিসেম্বর) শহরের ব্র্যাক লার্নিং সেন্টারে এ অনুষ্ঠান হয়।

উইনরক ইন্টারন্যাশনালের ‘আশ্বাস’ প্রকল্পের আওতায় যশোরে পাচারের শিকার ১৪৬ জন নারী-পুরুষকে কর্মসংস্থান সৃষ্টি করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে।

তাদের মধ্যে ৬৫ জনের প্রশিক্ষণ শেষ হয়েছে। এরইমধ্যে ৬১ জন নারী-পুরুষ কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন। তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সহায়তা করেছেন সংবর্ধিত মেন্টররা।

সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ যশোরের উপ-পরিচালক হুসাইন শওকত। বক্তব্য দেন যশোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাজ্জাদ হোসেন ভূঁইয়া, রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক, যশোর লাইট হাউস ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শামসুল আলম স্বপন, ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ (নাসিব) যশোরের সভাপতি সাকির আলী, যশোর উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি তনুজা রহমান মায়া।

স্বাগত বক্তব্য দেন উইনরক ইন্টারন্যাশনালের আশ্বাস প্রকল্পের টিম লিডার দিপ্তা রক্ষিত। অনুষ্ঠানে ওই নারী-পুরুষদের দেওয়া প্রশিক্ষণের ওপর সংক্ষিপ্ত উপস্থাপনা করেন আশ্বাস প্রকল্পের ট্রেনিং অ্যান্ড এমপ্লয়মেন্ট ম্যানেজার মো. ওমর ফারুক।

মিলন রহমান/এমআরআর/এএসএম