ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গাইবান্ধায় ব্রাজিল সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

জেলা প্রতিনিধি | গাইবান্ধা | প্রকাশিত: ০৬:১১ পিএম, ০৯ ডিসেম্বর ২০২২

বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের কোয়ার্টার ফাইনাল ম্যাচ উপলক্ষে গাইবান্ধায় মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন দলটির সমর্থকরা।

শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ব্রাজিল ফ্যানস ক্লাব অব গাইবান্ধার আয়োজনে পৌর শহরের ইসলামিয়া উচ্চ বালক বিদ্যালয়ের মাঠ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে পৌরপার্কে গিয়ে শেষ হয়। এসময় দেড় শতাধিক ব্রাজিল সমর্থক মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নেন।

শোভাযাত্রায় নেতৃত্ব দেন গাইবান্ধার ব্রাজিল ফ্যানস ক্লাবের সদস্য সজিব, ববি ও অনুপ।

ব্রাজিল ফ্যানস ক্লাব অব গাইবান্ধার অন্যতম সদস্য ববি বলেন, ‘প্রিয় দল ব্রাজিল দ্বিতীয় রাউন্ডে দক্ষিণ কোরিয়াকে বড় ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। আশা করছি আজও আমাদের দল ব্রাজিল ক্রোয়েশিয়াকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করবে। তাই গাইবান্ধার ব্রাজিল দলের সমর্থকরা মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন।

বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে শুক্রবার রাত ৯টায় ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ব্রাজিল।

এসআর/এএসএম