ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশের তল্লাশি, আটক ৬

উপজেলা প্রতিনিধি | সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ১০:১০ এএম, ১০ ডিসেম্বর ২০২২

বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় সন্দেহভাজন ছয় জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১০ ডিসেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক এলাকার চেকপোস্টে বাস তল্লাশি করে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে একজন হলেন কুমিল্লা উত্তরের মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি ফারুক হোসেন মিয়াজি (৩৭)। তিনি কুমিল্লার দাউদকান্দি এলাকার মৃত খালেকের ছেলে। তাৎক্ষণিক বাকিদের পরিচয় পাওয়া যায়নি।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জাগো নিউজকে বলেন, আমরা সকাল থেকে সন্দেহজনক ছয়জনকে আটক করেছি। তাদের বর্তমানে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

রাশেদুল ইসলাম রাজু/এসজে/জেআইএম