ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আওয়ামী লীগের বিক্ষোভ

উপজেলা প্রতিনিধি | সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ১২:৪২ পিএম, ১০ ডিসেম্বর ২০২২

বিএনপির নৈরাজ্যের বিরুদ্ধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

শনিবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় সিদ্ধিরগঞ্জ মৌচাক এলাকা থেকে শিমরাইল মোড় পর্যন্ত শতাধিক নেতাকর্মী এ মিছিল বের করেন। থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন মিয়া এতে নেতৃত্ব দেন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আওয়ামী লীগের বিক্ষোভ

নেতাকর্মীরা বলেন, বিএনপির নেতাকর্মীদের যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে আওয়ামী লীগের এমন কর্মসূচি অব্যাহত থাকবে। বিএনপি গণসমাবেশের নামে আবারও নৈরাজ্য শুরু করেছে। তা আওয়ামী লীগ সহ্য করবে না।

সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন মিয়াকে ফোন দিলে তার স্ত্রী রিসিভ করেন। তিনি জানান, তার স্বামী বাসায় নেই।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আওয়ামী লীগের বিক্ষোভ

সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান জাগো নিউজকে বলেন, যেকোনো বিশৃঙ্খলা ঠেকাতে আমরা প্রস্তুত। এ জন্য আমরা সতর্ক অবস্থানে আছি।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জাগো নিউজকে বলেন, মহাসড়কে মিছিল করতে তাদের বাধা দিতে আমাদের কোনো নির্দেশ নেই। তাই তাদের কোনো বাধা দেওয়া হয়নি।

রাশেদুল ইসলাম রাজু/এসজে/জেআইএম