রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন
বিএনপি তো বিরোধীদলও না, সাতজন পদত্যাগ করলে প্রতিবন্ধকতা হবে না
বিএনপির সাতজন সংসদ সদস্য যদি পদত্যাগ করেন, এতে সংসদ চলার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা তৈরি হবে না বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তিনি বলেছেন, সংসদে সাড়ে তিনশ সদস্য আছেন। সেখানে বিএনপি তো বিরোধীদলও না।
রোববার (১১ ডিসেম্বর) ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়া-আগরতলা রেলপথ প্রকল্প পরিদর্শনকালে রেলমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ বিক্ষোভ করবে, মানুষ তার দাবিগুলো তুলে ধরবে। শান্তিপূর্ণভাবে জনমত তৈরি করবে। কিন্তু বিরোধীদলের যে আন্দোলনের গতি প্রকৃতি আমরা সব সময় দেখে আসছি তারা জ্বালাও পোড়াও করে, মানুষকে মেরে, অগ্নিসংযোগ করে মানুষের মধ্যে ভীতি সঞ্চার করে। একাত্তরের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীর যে বর্বরতা আমরা দেখেছি তাদেরই প্রেতাত্মা আজকে যারা বিরোধীদল হিসেবে নিজেদের দাবি করছে।

রেলমন্ত্রী বলেন, বিএনপির রাজনীতির সহিংসতা নিয়ে আমরা সবসময় শঙ্কিত থাকি। না হলে আন্দোলনের সঙ্গে রেল পোড়ানোর সম্পর্ক কী? রেলের যাত্রীদের অনিরাপদ করার সম্পর্ক কী? আপনি আন্দোলন করেন, কেন রেল লাইন উপড়ে ফেলেন, কেন রেল জ্বালিয়ে দেন? কেন রেলকে আক্রমণ করেন, কেন যানবাহনকে আক্রমণ করেন, এটার সঙ্গে আন্দোলনের সম্পর্ক আছে? আপনি শান্তিপূর্ণ হরতাল ডাকেন কিংবা আন্দোলনের কর্মসূচি দেন। মানুষ যেটাকে সমর্থন করে সে বিষয়ে জনমত গড়ে তোলেন।
আখাউড়া-আগরতলা রেলপথ প্রকল্পের চলমান কাজ আগামী বছরের জুনের ৩০ মধ্যে শেষ হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।
এসময় বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেন, প্রধান প্রকৌশলী মো. আবু জাফর মিয়া, লাকসাম-আখাউড়া রেল প্রকল্পের পরিচালক মো. শহিদুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
আখাউড়া-আগরতলা রেলপথের দৈর্ঘ্য ১৫ কিলোমিটার। এর মধ্যে ১০ কিলোমিটার বাংলাদেশে এবং ভারতের আগরতলায় পাঁচ কিলোমিটার।
আবুল হাসনাত মো. রাফি/এমআরআর/জিকেএস