ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গাজীপুরে তাবলীগ জামাতের ইজতেমা শুরু

প্রকাশিত: ০৪:২৫ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৬

জেলা ভিত্তিক ইজতেমা আয়োজনের অংশ হিসেবে শুক্রবার টঙ্গীতে তিন দিনব্যাপী গাজীপুর জেলা তাবলীগ জামাতের ইজতেমা শুরু হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার থেকেই টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে গাজীপুর জেলার প্রত্যন্ত অঞ্চলের মুসল্লিদের সমাগম লক্ষ্য করা গেছে।

তাবলীগ জামাতের দ্বীনি মেহনতের পরিসর বৃদ্ধি পাওয়ায় এবং টঙ্গীতে বাৎসরিক বিশ্ব ইজতেমায় মুসল্লিদের চাপ সামলাতে হিমশিম খাওয়ায় গত বছর থেকে জেলা ভিত্তিক ইজতেমার আয়োজন করে আসছেন তাবলীগ জামাত কর্তৃপক্ষ। সেই সঙ্গে টঙ্গীতে বিশ্ব ইজতেমার পরিসর কমানোরও উদ্যোগ নেন তারা। এবার থেকেই প্রতি বছর ৩২ জেলার মুসল্লিরা দুই ধাপে বিশ্ব ইজতেমায় অংশ নিচ্ছেন। গত ১৭ জানুয়ারি শেষ হয় ৫১তম বিশ্ব ইজতেমা। এবার এই প্রথমবার বিশ্ব ইজতেমায় দুই ধাপে অংশ নেন ৩২ জেলার মুসল্লিরা। আগামী বছর বাকি ৩২ জেলার মুসল্লিরা একইভাবে দুই ধাপে ৫২তম বিশ্ব ইজতেমায় অংশ নেবেন।

এদিকে জেলায় জেলায় ইজতেমার আয়োজন তথা তাবলীগের কার্যক্রম জোরদারের কারণে প্রতিটি পাড়া মহল্লার মসজিদ আবাদের মাধ্যমে ঘরে ঘরে দ্বীনি পরিবেশ গড়ে উঠবে বলে আশা করছেন তাবলীগ জামাতের মুরব্বীরা।

টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানের জিম্মাদার প্রকৌশলী মো. গিয়াস উদ্দিন জানান, শুক্রবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে গাজীপুর জেলার ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হবে। আগামী রোববার আখেরী মোনাজাতে শেষ হবে প্রথম বারের গাজীপুরের ইজতেমা।

আমিনুল ইসলাম/এমএএস/পিআর