নিখোঁজের দুই মাস পর কিশোর উদ্ধার
ফরিদপুর থেকে নিখোঁজের দুই মাস পর মো. সাকিব শেখ (১২) নামের এক কিশোরকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার (১২ ডিসেম্বর) রাত ১১ টার দিকে মাদারীপুর সদরের ইটেরকুল নামক এলাকার একটি বাড়ি থেকে ওই কিশোরকে উদ্ধার করা হয়। সাকিব ফরিদপুরের সদর উপজেলার বিলমামুদপুর গ্রামের মো. সবুজ শেখের ছেলে।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুনুর রশীদ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় সোমবার রাতে ওই কিশোরকে উদ্ধার করা হয়।
এর আগে, ১১ অক্টোবর ফরিদপুর শহরের আলীপুর মোড়ে পাঁচতারা নামক একটি খাবারের হোটেলে কর্মরত থাকাকালীন সে নিখোঁজ হয়। এরপর দীর্ঘদিন নিখোঁজ ছিলেন। পরে নিখোঁজের ঘটনায় ১৬ নভেম্বর ফরিদপুরের কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন সাকিব শেখের পরিবার।
এন কে বি নয়ন/জেএস/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে পড়েছে: হাসনাত আবদুল্লাহ
- ২ মামলা সংক্রান্ত জটিলতায় জামায়াত প্রার্থী আযাদের মনোনয়ন বাতিল
- ৩ ৯৯ লাখ টাকার সম্পদের মালিক রফিকুল ইসলাম খান, বার্ষিক আয় ১৫ লাখ
- ৪ জামায়াতের প্রার্থী হাফিজের আছে উপহারের ২০ ভরি সোনা
- ৫ আইনের ফাঁকফোকরে ফ্যাসিবাদের দোসরদের নির্বাচনের সুযোগ দেওয়া হচ্ছে