ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সিরাজগঞ্জে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে আলোর মিছিল

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০৮:২৩ পিএম, ১৪ ডিসেম্বর ২০২২

সিরাজগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস স্মরণে শহরের ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শহীদ মিনার ও মন্দিরে মোমবাতি প্রজ্বলন করেছে গণহত্যা অনুসন্ধান কমিটি।

বুধবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সিরাজগঞ্জ শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় থেকে এ মোমবাতি প্রজ্বলন শুরু হয়ে শিয়ালকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। এ আলোর মিছিলের আয়োজন করে সিরাজগঞ্জ গণহত্যা অনুসন্ধান কমিটি।

সিরাজগঞ্জ গণহত্যা অনুসন্ধান কমিটির আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম বলেন, প্রতিবছরের মতো এবারও প্রায় ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণ ও শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে।

তিনি আরও বলেন, আজকের এই দিনে সিরাজগঞ্জ শহর হানাদারমুক্ত হয়েছিল। সেজন্য এই দিনটিতে সিরাজগঞ্জ মুক্ত দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস একযোগে পালিত হয়।

এসময় বীরমুক্তিযোদ্ধা ইসাহাক আলী, লিয়াকত আলী খান, মান্না রায়হান, বাসদ নেতা নব কুমার কর্মকার, বীরমুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন ভানুসহ নিজ নিজ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এসআর/এএসএম