ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গৌরনদী উপজেলা চেয়ারম্যান শাহ আলমের ইন্তেকাল

প্রকাশিত: ০১:৫৮ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৬

বরিশালের গৌরনদী উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য শাহ আলম খান (৬২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লহে...রাজেউন)। শুক্রবার সকাল ৯টায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যা রেখে গেছেন।

শাহ আলমের ভাইয়ের ছেলে সেলিম খান খান জানান, শুক্রবার ভোরে গৌরনদী তিকাশার নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে পড়লে তাকে দ্রুত উপজেলার আশোকাঠী হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে শাহ আলমকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সকাল ৯টার দিকে মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর তার মরদেহ নগরীর সিঅ্যান্ডবি সড়ক সংলগ্ন নিজ বাসভবনে নেয়া হয়।

বাদজুমা নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে প্রথম নামাজে জানাজা শেষে শাহ আলমের মরদেহ গৌরনদী তিকাশার গ্রামে নিয়ে যাওয়া হয়। বাদ মাগরীব দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে শাহ আলম খানের দাফন সম্পন্ন করার কথা রয়েছে।

শাহ আলম পরপর দুইবার উপজেলা চেয়ারম্যান এবং একবার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিযেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক তালুকদার মো.ইউনুস, সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন, অগ্রণী ব্যাংকের পরিচালক বলরাম পোদ্দার, পৌর মেয়র হারিছুর রহমান, বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান সরদার খালেদ হোসেন স্বপন ও আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান।

সাইফ আমীন/এআরএ/এমএস