ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বাসায় ডেকে নিয়ে তিন কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ০৮:২৩ পিএম, ১৫ ডিসেম্বর ২০২২

নারায়ণগঞ্জের বন্দরে তিন কিশোরীকে ধর্ষণের অভিযোগে আলমগীর আলম (৫৫) নামের ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে রূপালী আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আলমগীর আলম বন্দর রূপালী আবাসিক এলাকার মৃত হাফিজ মোল্লার ছেলে। তিন কিশোরীর পরিবারের পৃথক তিনটি ধর্ষণ মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মামলা সূত্রে জানা গেছে, বন্দর রূপালী আবাসিক এলাকার বাসিন্দা আলমগীর আলম। গত ৮ ডিসেম্বর তিনি একই এলাকার ভাড়াটিয়া ১১ থেকে ১২ বছর বয়সী তিন কিশোরীকে কৌশলে নিজ ঘর ডেকে নিয়ে ধর্ষণ করেন। এরপর ১২ ও ১৩ ডিসেম্বর আরও দুই কিশোরীকে ধর্ষণ করেন। এ ঘটনায় তিন কিশোরী তার পরিবারকে বিষয়টি জানায়।

বৃহস্পতিবার সকালে তিন কিশোরীর পরিবার থেকে পৃথক তিনটি অভিযোগ করা হয়। অভিযোগ পেয়ে দুপুরেই নিজ বাড়ি থেকে আলমগীর আলমকে গ্রেফতার করে পুলিশ।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, অভিযুক্ত আলমগীর আলমকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগী তিন কিশোরী স্বাস্থ্য পরীক্ষা শেষে আদালতে জবানবন্দি দিয়েছে।

মোবাশ্বির শ্রাবণ/এসআর/জেআইএম