৩২ বীরমুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিলো পাকশী বিভাগীয় রেলওয়ে
বিজয় দিবসে পশ্চিমাঞ্চল রেলওয়ের আওতায় ৩২ জন বীরমুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছে পাকশী বিভাগীয় রেলওয়ে দপ্তর।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগীয় ব্যবস্থাপকের কার্যালয়ের সামনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বীরমুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা ও ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) শাহ সুফী নুর মোহাম্মদ।
এসময় উপস্থিত ছিলেন পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনোয়ার হোসেন, বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন, বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, বিভাগীয় প্রকৌশলী-১ নাজিব কায়সার, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ) মমতাজুল ইসলাম, লোকো আশীষ কুমার মন্ডল, বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী এম এম রাজীব বিল্লাহ, পাকশী রেলওয়ে শ্রমিকলীগ সভাপতি ইকবাল হায়দার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।
শেখ মহসীন/এসআর/এএসএম