ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শিবচরে আ.লীগের মনোনয়ন পেলেন যারা

প্রকাশিত: ০৩:১৯ এএম, ২০ ফেব্রুয়ারি ২০১৬

মাদারীপুরের শিবচরের ১৬ ইউনিয়ন পরিষদের নির্বাচনে দলীয় চেয়ারম্যান প্রার্থী বাছাই করতে শিবচর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। জেলা উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দের উপস্থিতিতে দলীয় কার্যলায়ে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

চেয়ারম্যান পদে শিবচর উপজেলা আওয়ামী লীগের সমর্থন পেলেন যারা

শিবচর ইউনিয়নে রাজন মিয়া, পাঁচ্চরে মো দেলোয়ার হাওলাদার, মাদবরচরে চৌধুরী সুলতান মাহমুদ, চরজানাজাতে মো. বজলুর রহমান সরকার, কাঠালবাড়িতে মোহসেন উদ্দিন, কুতুবপুরে মো. আতিকুর রহমান, দ্বিতীয়াখন্ডে মো. মাহফুজুল করিম, ভান্ডারীকান্দিতে শওকত হোসেন নান্নু, কাদিরপুরে বিএম জাহাঙ্গীর হোসেন, বাঁশকান্দিতে আবুল বাসার মিয়া, বহেরাতলা (দক্ষিণ) অলিউল্লাহ, বহেরাতলা (উত্তর) মো. জাকির হোসেন (হায়দার) শিরুয়াইলে মো. ওয়াসিম, আতিকুর রহমান (মুরাদ হাওলাদার), দত্তপাড়ায় মুরাদ মিয়া ও বন্দরখোলায় নিজাম উদ্দিন বেপারী।   

শিবচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. সামসুদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন মাদারীপুর-১ (শিবচর) আসনের জাতীয় সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটন, বিশেষ অতিথি ছিলেন মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক মো. মিয়াজ উদ্দিন খান, মাদারীপুর জেলা আওয়ামী লীগ সভাপতি মো.সাহাবুদ্দিন আহমেদ, শিবচর উপজেলা চেয়ারম্যান মো. রেজাউল করিম তালুকদার,  জেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি মুনির চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক গোলাম মাওলা আকন্দ, শিবচর পৌরসভার মেয়র মো. আওলাদ হোসেন খান, শিবচর পৌরসভার বিদায়ী মেয়র আবদুল লতিফ মোল্লা, শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল লতিফ মুন্সী, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম মিয়া, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভপতি মো. দুলাল চৌধুরী।

উল্লেখ্য, আগামী ২২ মার্চ প্রথম ধাপে সারাদেশের ইউপি নির্বাচনে মাদারীপুরের জেলার শিবচর উপজেলার ১৬টি ইউনিয়নেও নির্বাচন অনুষ্টিত হবে। চূড়ান্ত মনোনয়ন প্রাপ্তদের নাম প্রকাশ পাওয়ার পর প্রতিটি ইউনিয়নে দলীয নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

নাসিরুল হক/এসএস/এমএস