সড়কের পাশে পড়েছিল নবজাতক, নেওয়া হলো হাসপাতালে
উদ্ধার হওয়া নবজাতকের চিকিৎসা চলছে
মাদারীপুর পৌরসভায় সড়কের পাশ থেকে এক নবজাতককে উদ্ধার করেছেন স্থানীয়রা। সদর হাসপাতালের নবজাতক কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছে তাকে।
রোববার (১৮ ডিসেম্বর) সকালে সাড়ে ১০টার দিকে বটতলা থেকে নবজাতককে উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দোকানঘর পরিষ্কারের সময় সড়কের পাশে কম্বলে প্যাঁচানো অবস্থায় নবজাতককে দেখতে পান অলিউর রহমান নামের এক ব্যক্তি। শিশুটিকে সদর হাসপাতালের নবজাতক স্পেশাল কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। ওই নবজাতককে দত্তক নিতে আগ্রহী অনেকেই ভিড় করছেন হাসপাতালে।
অলিউর বলেন, শিশুটিকে দেখতে পেয়ে প্রথমে চমকে উঠি। পরে পৌরসভার লোকজনকে খবর দিলে তাদের সহযোগিতায় হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় বাসিন্দা ইসরাত হোসেন উজ্জ্বল বলেন, এমন ঘটনায় দোষীদের বিচার হওয়া উচিত। উদ্ধার হওয়া শিশুকে সরকারের পক্ষ থেকে সার্বিক তত্ত্বাবধান ও চিকিৎসা করা হোক এটাই দাবী।

মাদারীপুর সদর হাসপাতালের নবজাতক স্পেশাল কেয়ার ইউনিটের চিকিৎসা কর্মকর্তা ডা. নাইমা ফেরদৌস শান্তা জাগো নিউজকে বলেন, মা-বাবা পরিচয়হীন নবজাতকের ওজন কম। তাকে রাখা হয়েছে চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে। সে শঙ্কামুক্ত নয়।
সড়কে পাওয়া নবজাতককে দত্তক নিতে হাসপাতালে এসেছেন পৌর শহরের কালিবাড়ি এলাকার ইমরান খান ও কুলসুম আক্তার। তারা বলেন, আমাদের বিয়ে হয়েছে আট বছর। কোনো সন্তান নেই। সরকারের কাছে দাবি নবজাতককে আমাদের দত্তক দেওয়া হোক।
মাদারীপুরের পুলিশ সুপার মো. মাসুদ আলম জাগো নিউজকে বলেন, আশপাশের হাসপাতাল খোঁজ নেওয়া হচ্ছে। এছাড়া শহরের সিসিটিভি ফুটেজও পরীক্ষা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিতের চেষ্টা চলছে। শিশুটি সুস্থ হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিম খাতুন জাগো নিউজকে বলেন, নবজাতকের চিকিৎসার জন্য হাসপাতালে স্বাস্থ্য বিশেষজ্ঞ টিম কাজ করছে। প্রথমে শিশুটির সুস্থতা প্রয়োজন। পরে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এসজে/জেআইএম