ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চিলাহাটি আইকনিক ভবনের কাজ শেষ হবে জুনে: রেলমন্ত্রী

জেলা প্রতিনিধি | নীলফামারী | প্রকাশিত: ০৫:৪৮ পিএম, ১৮ ডিসেম্বর ২০২২

রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, করোনার পর ভারত-বাংলাদেশের যাত্রাপথ সংক্ষিপ্ত করতে মিতালী এক্সপ্রেস উদ্বোধন করা হয়েছে। প্রথম পর্যায়ে রেল যোগাযোগ সম্পন্ন হলেও স্টেশনের কাজ হয়নি। সেটি শুরু করেছি। গাজিপুরের হাইটেক পার্কের আদলে চিলাহাটি আইকনিক ভবন নির্মাণ হচ্ছে। আশা করছি আগামী জুনের মধ্যে এর কাজ শেষ হবে।

jagonews24

রোববার (১৮ ডিসেম্বর) দুপুরে চিলাহাটি এবং চিলাহাটি বর্ডারের মধ্যে ব্রড গেজ রেলপথ নির্মাণ প্রকল্প পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর আলাদা রেল মন্ত্রণালয় করেন। এরপর ভারতের সঙ্গে আমাদের আটটি ট্রানজেকশন পয়েন্টের সবগুলোর সঙ্গে সংযোগ স্থাপন করা সম্ভব হয়েছে।

jagonews24

খুলনা থেকে মোংলা পর্যন্ত রেললাইন যেটি আসা করছি আগামী জুনের মধ্যেই তা চালু হবে। সব পরিকল্পনা মাথায় রেখে কাজ করছি।

jagonews24

মন্ত্রী বলেন, ইতিমধ্যে অবকাঠামো গত নানা উন্নয়ন চিলাহাটিতে হয়েছে। পুরনো দশা কাটিয়ে আধুনিকায়ন করা হয়েছে। আইকনিক ভবনের কাজ সম্পন্ন হলে উত্তর অঞ্চলের মানুষ চিলাহাটি থেকে থেকে ভারতে যাতায়াত করতে পারবে। নীলসাগর এক্সপ্রেসের মত দিবাকালিন আরও একটি ট্রেন দেওয়া যায় কিনা সে পরিকল্পনা করছি।

এসময় নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, চিলাহাটি-হলদিবাড়ি প্রকল্প পরিচালক আব্দুল রহিমসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এএইচ/জিকেএস