ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রূপগঞ্জে ট্রাকচাপায় টমটমচালক নিহত

উপজেলা প্রতিনিধি | রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ০৫:৫১ পিএম, ১৮ ডিসেম্বর ২০২২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ড্রাম ট্রাকচাপায় মশিউর রহমান (৪৫) নামের এক টমটমচালক নিহত হয়েছেন। রোববার (১৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার নলপাথর কুশাবো এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মশিউর রহমান উপজেলার কাঞ্চন পৌরসভার কৃষ্ণনগর এলাকার আব্দুস সামাদের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, একটি টমটম উপজেলার ভুলতার দিকে যাওয়ার সময় কুশাবো এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ডাম্প ট্রাক ধাক্কা দেয়। এসময় টমটমচালক মশিউর রহমান ছিটকে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।

ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ ওমর ফারুক জানান, কাঞ্চন ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করে। ঘাতক ট্রাকটি জব্দ করেছে পুলিশ।

আরএইচ/জিকেএস