ক্লাস পটুয়াখালী পরীক্ষা কেন বরিশালে?
সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছে শিক্ষার্থী
পটুয়াখালী আইন মহা বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্র বরিশালে স্থানান্তরের সিদ্ধান্ত হয়েছে। এতে ক্ষুব্ধ হয়েছেন শিক্ষার্থীরা। এর প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন তারা।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে পটুয়াখালী প্রেস ক্লাবের সামনে এসব কর্মসূচি পালন করা হয়।
শিক্ষার্থীরা জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি শিক্ষার্থীদের বিভিন্ন শিক্ষা বর্ষের পরীক্ষা এতদিন পটুয়াখালীতে অনুষ্ঠিত হলেও সাম্প্রতিক সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভাগীয় শহরে পরীক্ষা কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নেয়। এতে জেলা শহরের শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

তাদের দাবি, আধুনিক সভ্যতার যুগে যখন সব কিছু সহজ করা হচ্ছে, দূরত্ব কমিয়ে আনা হচ্ছে, সরাসরি অনেক কাজ এখন অনলাইনে সম্পন্ন করা যায়, তখন একটি একাডেমিক পরীক্ষা দিতে কেন বিভাগীয় শহরে যেতে হবে?
মানববন্ধন ও সংবাদ সম্মেলনে আন্দোলন বাস্তবায়ন কমিটির সভাপতি অলিউজ্জামান রাসেল, সহ সভাপতি আল আমিন সিকদার, সাইদুর রহমান সাইদি, সুজয় সাহা, সাধারণ সম্পাদক রাসেল খান, যুগ্ম সাধারণ সম্পাদক মরিয়ম আক্তার দোলা, নন্দিতা পাল তন্নীসহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
আব্দুস সালাম আরিফ/এসজে/জিকেএস