ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

‘স্বপ্নেও ভাবিনি রঙিন ঘর পাবো’

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ১২:৩০ পিএম, ২২ ডিসেম্বর ২০২২

আমি অনেক খুশি হয়েছি রঙিন ঘর পেয়ে। মামুন বিশ্বাস ভাই ও যারা আমাদের ফেসবুকে ছবি দেখে টাকা দিয়ে সহযোগিতা করেছেন তাদের জন্য অনেক দোয়া। নতুন ঘর পেয়ে এভাবেই নিজের অনুভূতি প্রকাশ করছিলেন শারীরিক প্রতিবন্ধী হালিমা খাতুন (২৩)।

হালিমা খাতুন জাগো নিউজকে বলেন, আমার মা-বাবাকে নিয়ে কুঁড়ে ঘরে থাকতাম। বৃষ্টিতে ভিজে যেতাম। স্বপ্নেও ভাবিনি নতুন রঙিন ঘর পাবো। মামুন বিশ্বাস ভাই ফেসবুকের মাধ্যমে আমাদের নতুন ঘর করে দিলেন। এখন মা-বাবাকে সাথে নিয়ে শান্তি মতো ঘুমাতে পারবো।

শনিবার (১৭ ডিসেম্বর) বিকেলে সমাজকর্মী মামুন বিশ্বাস ফেসবুকের মাধ্যমে সংগ্রহ করা ৭৩ হাজার টাকা দিয়ে নতুন নির্মিত রঙ্গিন ঘর, টয়লেট, শীতের পোশাক ও নগদ টাকা হস্তান্তর করেন।

সমাজকর্মী মামুন বিশ্বাস জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, শারীরিক প্রতিবন্ধী হালিমার পরিবার একটি কুঁড়ে ঘরে দুর্বিষহ জীবনযাপন করছিলেন। বিষয়টি জানার পর শনিবার (৩ ডিসেম্বর) ফেসবুকে সহযোগিতা চেয়ে পোস্ট করি। পরে সংগ্রহ করা অর্থ দিয়ে তাকে ঘর বানিয়ে দিয়েছি। বাকি থাকা টাকা তাদের হাতে তুলে দেওয়া হয়েছে।

এসময় তিনি সমাজের বিত্তবান ব্যক্তিদের এমন অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

প্রতিবন্ধী হালিমা খাতুন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের সামান্য পাড়া গ্রামের হাসেন আলী ও খোদেজা বেগমের মেয়ে।

জেএস/এএসএম