ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পর্যটকদের জন্য উন্মুক্ত হলো সাজেক হেলিপ্যাড

জেলা প্রতিনিধি | রাঙ্গামাটি | প্রকাশিত: ০২:৫৬ পিএম, ২২ ডিসেম্বর ২০২২

রাঙ্গামাটির অন্যতম নৈসর্গিক সৌন্দর্য্যে ঘেরা পর্যটন স্পট ‘সাজেক ভ্যালি’। আর সাজেকের জিরো পয়েন্টের পাশে থাকা হেলিপ্যাডটি পর্যটকদের কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয়। এখান থেকেই সূর্যোদয় উপভোগ করেন পর্যটকরা।

তবে ১৫ নভেম্বর সংস্কার কাজ ও নিরাপত্তাজনিত কারণে হেলিপ্যাডে প্রবেশ বন্ধ করে কর্তৃপক্ষ। প্রায় মাসখানেক বন্ধ থাকার পর আবারও উন্মুক্ত করা হয়েছে সাজেকের হেলিপ্যাড।

jagonews24

সাজেকের চাঁদের বাড়ি রিসোর্টের ব্যবস্থাপক ইয়াছিন রাসেল জাগো নিউজকে বলেন, পর্যটকদের কাছে আকর্ষণীয় স্পট হচ্ছে হেলিপ্যাড। কারণ এখান থেকে সূর্যোদয় দেখা যায় এবং সাজেকের এ জায়গাটিতে বসে পর্যটকরা আড্ডা দেন ও ঘুরাঘুরি করেন।

jagonews24

হেলিপ্যাড উন্মুক্ত করার বিষয়টি নিশ্চিত করে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার বলেন, আগে পর্যটকরা প্রায় সময় বাইক, গাড়ি এসব নিয়ে হ্যালিপ্যাডে উঠে যেতো। এতে করে হেলিপ্যাডের অনেক জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছিল। তাই কর্তৃপক্ষ হেলিপ্যাডের চারপাশে তারের বেড়া নির্মাণ করে গাড়ি উঠতে না পারে মতো ব্যবস্থা করেছে। একই সঙ্গে কিছু জায়গায় সংস্কার কাজ শেষে আবারও পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

সাইফুল উদ্দীন/জেএস/জিকেএস