টঙ্গীতে সাড়ে পাঁচ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
ফাইল ছবি
টঙ্গী রেলসেতুতে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার সাড়ে পাঁচ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুর ২টায় ঢাকা-চট্টগ্রাম-ময়মনসিংহ রেলসড়কের আপ লাইনে এ দুর্ঘটনা ঘটে। এর সাড়ে পাঁচ ঘণ্টা পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বগি উদ্ধার করা হলে ট্রেন চলাচল শুরু হয়।
দুর্ঘটনার ফলে ঢাকা থেকে ছেড়ে আসা আপ লাইনে ট্রেন চলাচল দীর্ঘসময় বন্ধ ছিল। তবে ঢাকায় প্রবেশের ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।
টঙ্গী রেলওয়ে স্টেশন মাস্টার রাকিবুর রহমান জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রেন তুরাগ নদীর ওপর টঙ্গী রেলসেতু পার হওয়ার সময় পেছনের দিকের একটি বগির ছয়টি চাকা লাইনচ্যুত হয়। পরে সামনে থাকা ইঞ্জিন ও বগিগুলো কেটে টঙ্গী স্টেশনে রাখা হয়। লাইনচ্যুত বগিসহ অন্য দুই বগি সেতুর ওপরেই ছিল।
তিনি বলেন, দুর্ঘটনাস্থলটি সেতুর ওপরে হওয়ায় বগি উদ্ধারে কিছুটা ঝুঁকি ছিল। এজন্য খুব সতর্কতার সঙ্গে বগিগুলো উদ্ধার করেছে উদ্ধারকারী সদস্যরা। সন্ধ্যা সাড়ে ৭টার পরে লাইনচ্যুত বগি টঙ্গী স্টেশনে আনা হয়েছে। এখন ট্রেনটির অন্যান্য যান্ত্রিক সমস্যা আছে কি না তা পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ নৌবাহিনী সাঁজোয়া যান, ট্যাঙ্কার, রকেট লঞ্চার, নৌকা, জাহাজসহ প্রদর্শনীর জন্য আনা কিছু ডামি চট্টগ্রাম নিয়ে যাওয়া হচ্ছিল। সেগুলো ট্রেনযোগে চট্টগ্রামে ফিরিয়ে নেওয়ার পথেই টঙ্গীর তুরাগ নদীর রেলসেতুতে বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে।
আমিনুল ইসলাম/এসআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে আগুন
- ২ সীমান্তে সড়ক নির্মাণ নিয়ে কথা রাখেনি বিএসএফ, ফের পতাকা বৈঠক
- ৩ নাগরিকত্ব জটিলতায় ঝুলে রইলো বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর ভাগ্য
- ৪ দাঁড়িপাল্লার পক্ষে না থাকলে ওয়াজ মাহফিল শোনার দরকার নাই
- ৫ স্কুলশিক্ষককে হাতুড়িপেটা করার অভিযোগ দুই কিশোরের বিরুদ্ধে