টঙ্গীতে মালবাহী ট্রেন লাইনচ্যুত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৬:০১ পিএম, ২২ ডিসেম্বর ২০২২

গাজীপুরের টঙ্গীতে মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা থেকে বের হওয়া আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুর ২ টার দিকে ঢাকা-চট্টগ্রাম-ময়মনসিংহ রেল সড়কের আপ লাইনে এ দুর্ঘটনা ঘটে।

jagonews24

রেলওয়ের টঙ্গী স্টেশন মাস্টার রাকিবুর রহমান জানান, চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রেন তুরাগ নদী পার হওয়ার সময় পেছনের দিকের একটি বগির ছয়টি চাকা লাইনচ্যুত হয়। পরে সামনে থাকা ইঞ্জিন ও বগিগুলো কেটে টঙ্গী স্টেশনে রাখা হয়েছে। লাইনচ্যুত বগিসহ অন্য দুই বগি এখনো রেল ব্রিজের ওপরে রয়েছে। দুর্ঘটনাস্থলটি যেহেতু সেতুর ওপর তাই বগি উদ্ধারে কিছুটা ঝুঁকি রয়েছে। রেলওয়ের উদ্ধারকারী দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন।

তিনি আরও জানান, বিজয় দিবসে জাতীয় প্যারেড গ্রাউন্ডে নৌবাহিনী সাজোয়া যান, ট্যাংকার, রকেট লাঞ্চার, নৌকা, জাহাজ প্রদর্শনীর জন্য আনা কিছু ডামি চট্টগ্রাম নিয়ে যাওয়া হচ্ছিল। পথে টঙ্গীর তুরাগ নদীর রেল সেতুতে বগি লাইনচ্যুত হয়।

আমিনুল ইসলাম/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।