ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, নার্সিং হোম ঘেরাও
সাতক্ষীরায় লোকনাথ নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সম্পা বেগম (৩২) নামে এক প্রসূতি ভুল চিকিৎসায় মারা গেছেন বলে অভিযোগ উঠেছে।
রোববার (২৫ ডিসেম্বর) বিকেলে তালা উপজেলার পাটকেলঘাটায় সরকারি খাদ্যগুদাম সড়কের লোকনাথ নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।
মৃত সম্পা বেগম তালা উপজেলার চৌগাছা গ্রামের শেখ বদরুল ইসলামে স্ত্রী।
তার মৃত্যুর পরপরই চিকিৎসকের বিচার দাবি করে ওই প্রসূতির বিক্ষুব্ধ স্বজনরা ক্লিনিকের সামনে অবস্থান নেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সম্পা বেগমের স্বামী শেখ বদরুল ইসলাম জাগো নিউজকে জানান, সম্পা বেগমের প্রসব বেদনা উঠলে রোববার সকাল ১০টার দিকে সিজার করাতে লোকনাথ নার্সিং হোমে ভর্তি করা হয়। ক্লিনিক মালিক পুলক পালের সঙ্গে তাদের ১১ হাজার টাকায় চুক্তি হয়। চুক্তি অনুযায়ী- দক্ষ চিকিৎসক দিয়ে অপরাশন করার কথাবার্তা হয়। পরে তাদের ভুল চিকিৎসায় সম্পা বেগমের মৃত্যু হয়।
তিনি বলেন, ঘটনা ধামাচাপা দিতে দুপুর সাড়ে ১২টার দিকে ক্লিনিকের অ্যাম্বুলেন্সে সম্পাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পথে গাজী মেডিকেল কলেজে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, কয়েক ঘণ্টা আগেই আমার স্ত্রীর মৃত্যু হয়েছে। বিকেলে পাটকেলঘাটায় ফিরে ওদের (চিকিৎসক ও ক্লিনিক কর্তৃপক্ষ) বিচারের দাবিতে ক্লিনিক ঘেরাও করেছি।
অভিযোগ অস্বীকার করে লোকনাথ নার্সিং হোমের মালিক পুলক কুমার পাল জাগো নিউজকে বলেন, তালা সরকারি হাসাপাতালের একজন চিকিৎসক সিজারটি করেন। পরে ওই নারীর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়।
তবে সেই চিকিৎসকের নাম জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বিশ্বজিৎ কুমার অধিকারী জাগো নিউজকে বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় থানায় কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আহসানুর রহমান রাজীব/এএএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান