ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মুক্তিযোদ্ধা ডা. গোলাম রসুল আর নেই

প্রকাশিত: ০৩:১৭ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০১৬

যশোর সদর উপজেলার লেবুতলা গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা ডা. মো. গোলাম রসুল (৬২) আর নেই। ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শনিবার রাত পৌনে ১১ টায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

রোববার দুপুরে লেবুতলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজা নামাজ শেষে মধ্যপাড়ায় পারিবারিক কবরস্থানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

এর আগে যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল আরিফের নের্তৃতে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এসময় মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার রাজেক আহমেদ, সদর উপজেলা কমান্ডার মোহম্মদ আলী স্বপনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মিলন রহমান/এআরএ/পিআর