ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ইউপি চেয়ারম্যান জাকির হোসেন কারাগারে

প্রকাশিত: ০৭:০০ এএম, ২২ ফেব্রুয়ারি ২০১৬

নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ সেলিম ওসমানের উপস্থিতিতে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত মামলায় আলীটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেনকে জেলহাজতে পাঠানো করেছে। এর আগে জাকির হোসেন আদালতে আত্মসমর্পণ করেন।

সোমবার বেলা সাড়ে ১১ টায় নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান শরীফের আদালতে আত্মসমর্পণের পর তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে অভিযোগ রয়েছে স্থানীয় এমপির উপস্থিতিতে সামান্য মল্লযুদ্ধের ঘটনায় দায়েরকৃত মামলায় চেয়ারম্যান জাকির হোসেন আত্মসমপর্ণ করলেও জেলহাজতে পাঠানোয় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন। আর সাবেক চেয়ারম্যান মতিউর রহমানের পরিকল্পনা অনুযায়ী স্থানীয় এমপির কাছে জাকিরকে দাষী সাব্যস্ত করতে সংঘর্ষের ঘটনার সৃষ্টি করেন।

কোর্ট পুলিশের এসআই গোলাম হোসেন এর সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, গত ২৫ জানুয়ারি দুপুরে আলীরটেক আদর্শ উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাতরত অবস্থায় বতর্মান ইউপি চেয়ারম্যান জাকিরের নেতৃত্বে শতাধিক লোকজন ওই অনুষ্ঠানে হামলা চালায়। এ সময় নিরাপত্তাকর্মীরা বাধা দিলে তাদের মারধর করে। এ ঘটনায় মোখশেদ আলী শেখ নামে একজন বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখসহ শতাধিক লোকের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন। এ মামলায় অন্যরা পলাতক রয়েছে।

শাহাদাত হোসেন/এসএস/পিআর