ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফরিদপুরে লাইসেন্সধারী চালকদের পুলিশের হেলমেট উপহার

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০৭:৩৫ পিএম, ০১ জানুয়ারি ২০২৩

ফরিদপুরে ইংরেজি নতুন বছর উপলক্ষে বৈধ কাগজপত্রধারী মোটরসাইকেল চালকদের বিনামূল্যে হেলমেট উপহার দিয়েছেন আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের।

রোববার (১ জানুয়ারি) বিকেলে উপজেলার পৌর সদরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের হেলমেট উপহার দেওয়া হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নতুন বছরের প্রথমদিনে আলফাডাঙ্গা উপজেলা সদরের বিভিন্ন স্থানে হেলমেট উপহারের সময় যেসব মোটরসাইকেল আরোহী হেলমেট পরে মোটরসাইকেল চালাচ্ছিলেন তাদের ফুল উপহার দিয়ে ধন্যবাদ জানান ওসি। আর যাদের হেলমেট নেই তাদের সচেতন করে দিয়ে পরবর্তীকালে হেলমেট ছাড়া মোটরসাইকেল না চালানোর অনুরোধ করা হয়। এরপর থেকে এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুশিয়ারি দেওয়া হয়।

এ বিষয়ে হেলমেট উপহার পাওয়া ব্যবসায়ী কাসেদ মণ্ডল জাগো নিউজকে বলেন, এটি নিঃসন্দেহে পুলিশের একটি প্রশংসনীয় উদ্যোগ। আমি তাড়াহুড়ো করে হেলমেট ছাড়া বেড়িয়ে পড়ি। পৌর সদরের চৌরাস্তা এলাকায় ওসি আমাকে দাঁড় করিয়ে আগে হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর বিষয়ে সচেতন করেন এবং পরবর্তীকালে হেলমেটবিহীন মোটরসাইকেল না চালানোর জন্য অনুরোধ জানিয়ে আমাকে নতুন একটি হেলমেট উপহার দেন। এছাড়া আরও অনেককেই তিনি হেলমেট উপহার দেন। আমি আর হেলমেটবিহীন মোটরসাইকেল চালাবো না বলে অঙ্গিকার করেছি।

এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ওসি মোহাম্মদ আবু তাহের জাগো নিউজকে বলেন, উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে এ কার্যক্রম চালানো হয়েছে। প্রাথমিকভাবে তাদের সচেতন করতে আমাদের এ উদ্যোগ। গত দুইদিনে প্রায় শতাধিক হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের হেলমেট উপহার দেওয়া হয়েছে।

তিনি বলেন, সচেতনতার পাশাপাশি পরবর্তীকালে এ বিষয়ে কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ওসি আরও বলেন, হেলমেট ছাড়া বাইক নয়, সচেতনতায় দুর্ঘটনা প্রতিরোধ হয়, হেলমেট ব্যবহার করুন নিজেকে সুরক্ষিত রাখুন।

এন কে বি নয়ন/এমআরআর/জিকেএস