ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নারায়ণগঞ্জে শিশু অপহরণ মামলায় যুবকের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ০৭:৩৭ পিএম, ০২ জানুয়ারি ২০২৩

নারায়ণগঞ্জে শিশু অপহরণ মামলায় রাসেল (৩১) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২ জানুয়ারি) দুপুরে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় ঘোষণা করেন। রায়ে চারজনকে খালাস দেওয়া হয়।

সাজাপ্রাপ্ত রাসেল ফতুল্লা থানার পূর্ব গোপালনগর এলাকার হাজী লাল চান মিয়ার ভাড়াটিয়া। খালাসপ্রাপ্তরা হলেন- কবির, সেন্টু, রুবেল ও বাসু।

নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রকিব উদ্দিন জাগো নিউজকে বলেন, শিশু অপহরণ মামলায় একজনের যাবজ্জীবন ও চারজনকে খালাস দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১২ অক্টোবর দুপুরে শিশুকে অপহরণ করেন রাসেলসহ তার সহযোগীরা। সন্ধ্যায় আসামিরা শিশুকে অজ্ঞাত জায়গায় নিয়ে আটকে রাখে এবং পরিবারের কাছে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। ঘটনার দিন রাতেই শিশুর বাবা ফতুল্লা মডেল থানায় মামলা করেছিলেন।

মোবাশ্বির শ্রাবণ/এসজে/এএসএম