ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পেঁয়াজ ভর্তি বালতিতে অ্যাম্পুল নিয়ে ট্রেনে চড়েন মাদককারবারি

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০৭:৫৯ পিএম, ০২ জানুয়ারি ২০২৩

বগুড়ার আদমদীঘি উপজেলায় ট্রেন থেকে ২৩৮ পিস অ্যাম্পুলসহ মলেজান বেগম মলি (৫৭) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

মাদক আইনে মামলার পর সোমবার (২ জানুয়ারি) দুপুরে তাকে জেলহাজতে পাঠানো হয়। গ্রেফতার মলি নওগাঁর আত্রাইয়ের শাহাগোলা এলাকার ফিরোজ হোসেন খানের স্ত্রী।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন জাগো নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকালে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে অভিযান চালানো হয়। ওই নারীর টিকিট দেখতে চাইলে দ্রুত নেমে যান। সান্তাহার রেলস্টেশনের তিন নম্বর প্ল্যাটফরমে তাকে আটক করে তল্লাশি করা হয়। এ সময় তার কাছে থাকা পেঁয়াজ ভর্তি বালতির ভেতর ২৩৮পিস অ্যাম্পুল পাওয়া যায়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।

ওসি আরও বলেন, ওই নারী চিহ্নিত মাদক কারবারি। তিনি নানা কৌশলে মাদক কারবার চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে মাদক আইনে নওগাঁ সদর, বাগাতিপাড়া ও সান্তাহার রেলওয়ে থানায় আগের চারটি মামলা আছে।

এসজে/এমএস