ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

যুদ্ধের স্মৃতিচারণের সময় কান্নায় ভেঙে পড়লেন ওমর আলী

জেলা প্রতিনিধি | নওগাঁ | প্রকাশিত: ০৪:১২ পিএম, ০৩ জানুয়ারি ২০২৩

নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে নওগাঁর সাপাহারে ‘মুক্তিযুদ্ধের গল্প শুনি’ শীর্ষক আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা হয়েছে। এ সময় শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের গল্প শোনানো হয়।

মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জয়পুর রাজ্যধর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে উপজেলা প্রশাসন এ আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন।

জয়পুর রাজ্যধর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- উপজেলার সাবেক সাংগঠনিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর জব্বার, উপজেলা শিক্ষা কর্মকর্তা তৃষিত কুমার চৌধুরী ও সাবেক সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা অসীম কুমার সাহা।

এ সময় স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধাদের অবদান ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে শিক্ষার্থীদের গল্প শোনান বীর মুক্তিযোদ্ধারা। যুদ্ধের স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন কমান্ডার ওমর আলী। পরে প্রজেক্টরের মাধ্যমে স্বাধীনতা যুদ্ধের চিত্র তুলে ধরা হয়।

পরে মুক্তিযুদ্ধের ওপর কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ১০ জন শিক্ষার্থীকে পুরস্কার হিসেবে মুক্তিযুদ্ধভিত্তিক বই উপহার দেন ইউএনও।

সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন জাগো নিউজকে বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছে। যার একটি অংশ ‘মুক্তিযুদ্ধের গল্প শুনি’। এর মাধ্যমে শিশুদের মধ্যে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা হচ্ছে। উপজেলার প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে ধারাবাহিকভাবে এটি করা হবে। পাশাপাশি সকল বিদ্যালয়ে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু বিষয়ে শিশুতোষ বইসহ বঙ্গবন্ধুর নিজের লেখা অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা এবং আমার দেখা নয়াচীন বই বিতরণ কার্যক্রম অব্যাহত আছে।

আব্বাস আলী/এসজে/এএসএম