ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বাগেরহাটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হচ্ছেন ১৮ জন

প্রকাশিত: ০২:৪৫ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৬

বাগেরহাট জেলার ৭৫টি ইউনিয়নের মধ্যে ৭৪টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ৭৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা পড়েছে ২১০টি। এর মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়েছেন ৩১ জন আর বিএনপির বিদ্রোহী হয়েছেন ৯ জন। যার মধ্যে বাগেরহাট সদর উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ৫টিতে, চিতলমারী ৭টি ইউনিয়নের মধ্যে ৫টিতে, মোল­াহাটে ৭টি ইউনিয়নের মধ্যে গাংনী ইউনিয়ন পরিষদে হচ্ছে না তবে অন্য ৬টি ইউনিয়নের মধ্যে ৪টিতে, রামপাল ১০টি ইউনিয়নের মধ্যে ১টিতে, ফকিরহাটে ৮টি ইউনিয়নের মধ্যে ২টিতে ও মোড়েলগঞ্জে ১৬টি ইউনিয়নের মধ্যে ১টিতে আওয়ামী লীগের প্রাথীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাওয়া চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে রয়েছেন- বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নে মনোয়ার হোসেন টগর, ডেমা ইউনিয়নে মো. মনি মলি­ক, যাত্রাপুর ইউনিয়নে এমএ মতিন, গোটাপাড়া ইউনিয়নে শেখ শমসের আলী ও বিষ্ণুপুর ইউনিয়নে অ্যাড. শংকর পাল।

চিতলমারী উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাওয়া চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে রয়েছেন-সন্তোষপুর ইউনিয়নে আওয়ামী লীগ নেত্রী সামিয়া রহমান বিউটি, হিজলা ইউনিয়নে আওয়ামী লীগ নেতা মো. আজমীর কাজী, চরবানিয়রী ইউনিয়নে অশোক  কুমার বড়াল, বড়বাড়িয়া ইউনিয়নে মো. মাসুদ সরদার, কলাতলা ইউনিয়নে বর্তমান ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান শিকদার।

মোল­াহাট উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাওয়া চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে রয়েছেন- উদায়পুর ইউনিয়নে হায়দার মামুন, কুলিয়া ইউনিয়নে মো. বাবলু মোল্লা, কোদালিয়া ইউনিয়নে সাইফুল ইসলাম ভূইয়া, আটজুড়ি ইউনিয়নে মো. মশিউর রহমান মিয়া।

এদিকে রামপালে উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাওয়া চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে রয়েছেন- মলি­কেরবেড় ইউনিয়নে তালুকদার নাজমুল কবির ঝিলাম। ফকিরহাট উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ফকিরহাট সদর ইউনিয়নে শিরিনা আক্তার কিসলু ও মূলঘর ইউনিয়নে অ্যাড. হিটলার গোলদার এবং মোড়েলগঞ্জ উপজেলার পঞ্চকরন ইউনিয়ন থেকে আব্দুর রাজ্জাক মজুমদার আওয়ামী লীগ থেকে বিনা  প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

শওকত আলী বাবু/এসএস/পিআর