ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কনকনে শীতে অসহায়দের মধ্যে উষ্ণতা ছড়ালেন লালমনিরহাটের ডিসি

জেলা প্রতিনিধি | লালমনিরহাট | প্রকাশিত: ০৮:৪৭ এএম, ০৪ জানুয়ারি ২০২৩

তিস্তা, ধরলা ও সানিয়াজান নদী বেষ্টিত জেলা লালমনিরহাটে পড়ছে হাড় কাঁপানো শীত। ঘন কুয়াশার পাশাপাশি হিম বাতাসে অনেকটাই বিপাকে পড়েছেন এখানকার অসহায় মানুষগুলো। এসব মানুষের কিছুটা উষ্ণতা বাড়াতে এগিয়ে এলেন লালমনিরহাটের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ উল্লাহ।

মঙ্গলবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় সদর উপজেলার গোকুন্ডা ও মহেন্দ্রনগর ইউনিয়নের বিভিন্ন এতিমখানা ও অসহায় মানুষদের কম্বল দিয়েছেন তিনি। এ সময় চার শতাধিক কম্বল বিতরণ করেছেন ডিসি।

কনকনে শীতে অসহায়দের মধ্যে উষ্ণতা ছড়ালেন লালমনিরহাটের ডিসি

তাপর সঙ্গে আরও উপস্থিত ছিলেন- লালমনিরহাটের ডিডিএলজি মো. রফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতারা, জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুবেল রানা।

জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ বলেন, গত কয়েক দিন ধরে সারাদেশে বইছে হাড় কাঁপানো শীত। অন্য জেলার চেয়ে লালমনিরহাটের শীতে তীব্রতা একটু বেশি। এখন পর্যন্ত পাঁচ উপজেলায় প্রায় এক লাখ অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

কনকনে শীতে অসহায়দের মধ্যে উষ্ণতা ছড়ালেন লালমনিরহাটের ডিসি

এদিকে লালমনিহাটের হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজির হোসেন সোমবার মধ্যরাতে হাতীবান্ধা রেল স্টেশনে ছিন্নমূল মানুষদের শীতবস্ত্র দিয়েছেন।

পাটগ্ৰাম উপজেলার ইউএনও নাজমুল হক সুমনও বুড়িমারী রেলস্টেশন এলাকায় তৃণমূল মানুষদের নিজ হাতে কম্বল দিয়েছেন।

রবিউল হাসান/এসজে/জেআইএম