ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রূপগঞ্জে ৬ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

উপজেলা প্রতিনিধি | রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ০৫:৪১ পিএম, ০৪ জানুয়ারি ২০২৩

রূপগঞ্জে ৬ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ ও ৪০০ ফুট গ্যাস লাইন বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস। বুধবার (৪ জানুয়ারি) উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের বাঘমোচরা গ্রামে এ অভিযান চালানো হয়।

তিতাস গ্যাসের সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের উপ-সহকারী প্রকৌশলী শাহিনুজ্জামান জানান, গোলাকান্দাইল এলাকায় তিতাস গ্যাসের বিতরণ লাইন থেকে নিম্নমানের পাইপ টেনে শত শত গ্যাসের অবৈধ সংযোগ দিয়েছে স্থানীয় একটি চক্র। এতে লাখ লাখ টাকার রাজস্ব হারাচ্ছে তিতাস গ্যাস কোম্পানি। অভিযানে ওই এলাকায় ৬ শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও প্রায় ৪০০ ফুট গ্যাস সঞ্চালন পাইব জব্দ করা হয়।

jagonews24

এসময় সোনারগাঁও শাখার উপ-সহকারী প্রকৌশলী শাহিনুজ্জামান, ফাইজুল ইসলাম, সাইফুল ইসলাম, সেলিম মিয়া ও আলী মিয়া হান্নান মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

আরএইচ/জিকেএস