ছাত্রলীগের কাছ থেকে অনেক কিছু শেখার আছে: মাহি
ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেছেন, ছাত্রলীগের নেতাকর্মীদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আমি দীর্ঘদিন থেকেই মানবতার সেবামূলক কাজ করে থাকি। কিন্তু এখন পুরোদস্তুর রাজনীতি করছি, একজন সাবেক ছাত্রলীগ নেতা ও আমার স্বামী রকিব সরকারের কাছ থেকে শিখে। এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও একজন সাবেক ছাত্রলীগ নেত্রী। তার নেতৃত্ব দেশ আজ অনেক এগিয়ে।
বুধবার (৪ জানুয়ারি) রাত ১০টায় চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার রামেশ্বর পাইলট ইনস্টিটিউট মাঠে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মাহি বলেন, আমরা দেখেছি, ছাত্রলীগের নেতাকর্মীরা করোনা মহামারির সময়ে কৃষকদের ধান কেটে দিয়েছেন। তারা দেশের জন্য কতটা আন্তরিক ও দেশপ্রেম নিয়ে কাজ করে, এটাই তার প্রমাণ। তাদের সবার প্রতি অনেক শ্রদ্ধা।
এ চিত্রনায়িকা বলেন, আগামী ১ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট) আসনের উপ-নির্বাচনে নৌকায় ভোট দেবেন। নৌকাকে বিপুল ভোটের ব্যবধানে জয়ী করতে হবে।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাহির স্বামী আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণবিষয়ক উপ-কমিটির সদস্য রকিব সরকার, ভোলাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান রাব্বুল হোসেন, ভোলাহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন শাহ্, জেলা পরিষদের সদস্য হোসনে আরা পাখিসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সোহান মাহমুদ/আরএডি