ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

টানা দুই সপ্তাহ পর জামালপুরে ঝলমলে সূর্যের দেখা

জেলা প্রতিনিধি | জামালপুর | প্রকাশিত: ১০:৩৬ এএম, ০৮ জানুয়ারি ২০২৩

জামালপুরে দুই সপ্তাহে মাঝেমধ্যে সূর্য উঁকি দিলেও বেশিরভাগ সময় ঘন কুয়াশায় ঢাকা ছিল আকাশ। সঙ্গে ছিল হিমেল বাতাসও। কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছিল জনজীবন। অবশেষে রোববার (৮ জানুয়ারি) সকাল থেকেই ঝলমলে সূর্যের দেখা মিলেছে। এতে কিছুটা স্বস্তি ফিরেছে নিম্ন আয়ের মানুষের মধ্যে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, গত কয়েকদিন বেশিরভাগ সময় দেশের প্রতিটি অঞ্চল কুয়াশার চাদরে ঢাকা থাকলেও কিছু কিছু জায়গায় তাপমাত্রা উন্নতি হচ্ছে। রোববার সকালে যশোর ও চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ময়মনসিংহ অঞ্চলসহ জামালপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ অবস্থা আরও কয়েকদিন থাকতে পারে।

jagonews24

গত কয়েকদিন ঘর থেকে বের হতে না পারলেও সূর্যের দেখা পেয়ে সকালেই ভ্যানগাড়ি নিয়ে বের হয়েছেন আলী হোসেন। তিনি জাগো নিউজকে বলেন, ‘আমার বয়সে এমন শীত দেখিনি। একদিকে সূর্য অন্যদিকে হাড় কাঁপানো শীত। গত কয়েকদিন ঠিকভাবে বাইরে বের হতে না পারিনি। সূর্য দেখে সকালেই কাজের সন্ধানে বের হয়েছি।’

কথা হয় অটোরিকশা চালক মাসুমের সঙ্গে। তিনি বলেন, ‘গরীব মানুষ। ঘরে স্ত্রী সন্তান আছে। তাই শীতেও বের হতে হয়। তবে আজকে সূর্যের দেখা পেয়ে ভালো লাগছে।’

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বদরুল রশিদ জাগো নিউজকে বলেন, কিছু কিছু জায়গায় তাপমাত্রা বাড়ছে আবার কিছু কিছু জায়গায় একেবারে কমে যাচ্ছে। এ অবস্থা কিছুদিন চলবে।

মো. নাসিম উদ্দিন/এসজে/এমএস