ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

দুর্গাপুর পৌরসভা

স্বতন্ত্র মেয়র প্রার্থীর প্রচারযন্ত্র ভাঙচুরের অভিযোগ

জেলা প্রতিনিধি | নেত্রকোনা | প্রকাশিত: ০২:৪৯ পিএম, ০৮ জানুয়ারি ২০২৩

নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার উপ-নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থীর প্রচারযন্ত্র ভাঙচুরের অভিযোগ উঠেছে। এছাড়া পোস্টার ও ব্যানার সাটাতে বাঁধাসহ এলাকায় গণসংযোগকারীদের হুমকি দেওয়া হয়।

এ নিয়ে রোববার (৮ জানুয়ারি) সকালে উপজেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী শুভেন্দু সরকার পিন্টু।

স্থানীয় সূত্রে জানা যায়, জেলার দুর্গাপুর পৌরসভা মেয়র পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে ১২ জানুয়ারি। উপ-নির্বাচনে মেয়র পদে লড়ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক মেয়র মো. আব্দুস ছালাম, স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র শুভেন্দু সরকার পিন্টু (নারিকেল গাছ) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুহাম্মদ আব্দুল মান্নান (হাতপাখা) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পৌরসভায় মোট ভোটার ২০ হাজার ৭৮১ জন। এরমধ্যে পুরুষ ১০ হাজার ৬৬ জন ও নারী ১০ হাজার ৭১৫ জন।

স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র শুভেন্দু সরকার পিন্টু বলেন, ‘শুরু থেকেই আমার কর্মীদের পোস্টার ও ব্যানার সাটাতে এবং মাইকিংয়ে বাঁধা দেওয়াসহ এলাকায় গণসংযোগকারীদের হুমকি দেওয়া হচ্ছে। শনিবার সন্ধ্যায় আমার পক্ষে মাইকিং চলাকালে রিকশাচালক সিদ্দিক মিয়াকে অপরিচিত কয়েকজন মোটরসাইকেলযোগে এসে ব্যাপক মারধর করে। রিকশা ও প্রচারের মাইক ভাঙচুরও করা হয়। বর্তমানে আমি ও আমার সমর্থকরা ব্যপক নিরাপত্তাহীনতায় ভুগছি।’

নেত্রকোনার দুর্গাপুর উপজেলা রিটার্নং ও নির্বাচন কর্মকর্তা তপন চন্দ্র শীল জাগো নিউজকে বলেন, লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

তবে দুর্গাপুরের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম জাগো নিউজকে বলেন, প্রচারযন্ত্র ভাঙচুরের একটা লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

দুর্গাপুর পৌরসভার মেয়র আলা উদ্দিন আলালের মৃত্যুতে গত বছরের ১৯ অক্টোবর পদটি শূন্য হয়। নিয়মানুযায়ী ১২ জানুয়ারি শূন্য পদে উপ-নির্বাচন ঘোষণা দেয় নির্বাচন কমিশন।

এইচ এম কামাল/এসজে/জেআইএম