ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ আসামি কারাগারে

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ০৬:৪৩ পিএম, ০৯ জানুয়ারি ২০২৩

নোয়াখালীর সেনবাগে প্রবাসীর স্ত্রীকে (২৫) সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় হুমায়ুন কবির (৩০) ও মো. সোহেল (২৮) নামে দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৯ জানুয়ারি) বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার (৮ জানুয়ারি) রাতে পশ্চিম কাজীরখিল গ্রাম থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

আসামি হুমায়ুন কবির সেনবাগের বিজবাগ ইউনিয়নের পশ্চিম কাজীরখিল গ্রামের আবুল কাশেমের ছেলে এবং মো. সোহেল একই গ্রামের আব্দুল করিমের ছেলে।

একই ঘটনায় মো. ইয়াছিন (৩২) ও ইমন (২০) নামে আরও দুই আসামি পলাতক আছেন। ইয়াছিন কাজীরখিল গ্রামের ফকির উদ্দিনের ছেলে ও ইমন মৃত শামছুল হকের ছেলে।

আরও পড়ুন: শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেফতার

অভিযোগ সূত্রে জানা যায়, হুমায়ুন কবির প্রায় সময়ই ওই প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাব দিতেন। এতে রাজি না হওয়ায় তিনি তিন সহযোগী নিয়ে বৃহস্পতিবার (৫ জানুয়ারি) রাতে ওই নারীর ঘরের পাশে ওঁৎ পেতে থাকেন। রাত ১০টার দিকে ওই নারী টয়লেট ব্যবহারের জন্য বাইরে গেলে আসামিরা তাকে জোর করে পুকুরপাড়ে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেন।

আরও পড়ুন: বাজার করতে গিয়ে গ্রেফতার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি

বাজার থেকে লোকজন বাড়ি ফেরার পথে ভুক্তভোগীর চিৎকার শুনে এগিয়ে এলে আসামিরা পালিয়ে যান। পরে রোববার (৮ জানুয়ারি) সন্ধ্যায় ভুক্তভোগী বাদী হয়ে চারজনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণের মামলা করেন।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন পাটোয়ারী বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।

তিনি বলেন, ভুক্তভোগী মামলা করার পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

ইকবাল হোসেন মজনু/এমআরআর/এমএস