গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
ফাইল ছবি
ভোলায় সুপারি গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. ইউসুফ আহমেদ (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (৯ জানুয়ারি) দুপুরে ওই গ্রামের সর্দার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
তিনি ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আড়ালিয়া গ্রামের মো. সুলতান আহমেদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে সর্দার বাড়ির পাশে বাগানে সুপারি গাছ কাটছিলেন ইউসুফ। ওই সময় হঠাৎ বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে স্থানীয় ও তার পরিবারের সদস্যরা উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
জুয়েল সাহা বিকাশ/এফএ/এমএস