বরগুনায় ঠান্ডাজনিত রোগী বাড়ছে
শীতের তীব্রতা বাড়ায় বরগুনার বিভিন্ন হাসপাতালে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বেড়েছে। এদের মধ্যে শিশু আর বৃদ্ধই বেশি। ঠান্ডাজনিত ছাড়াও হাসপাতালে ডায়রিয়া রোগী ভর্তি হচ্ছেন।
ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বরগুনা সদর হাসপাতালে ভর্তি আছে আট মাসের শিশু জুনাইদ। তার স্বজনরা জানান, গত দুদিন ধরে তারা হাসপাতালে আছেন। শিশটি কিছু খাচ্ছে না। ছোট বাচ্চা হওয়ায় হাতে স্যালাইন রাখতে দিচ্ছে না।

হাসপালের শিশু ওয়ার্ড ঘুরে দেখা যায়, ভর্তি হওয়াদের মধ্যে নিউমোনিয়ায় আক্রান্তের সংখ্যা বেশি।
গত এক সপ্তাহে বরগুনায় রোগীর সংখ্যা বাড়লেও তা গত দু-এক বছরের তুলনায় অনেক কম বলে জানিয়েছেন চিকিৎসকরা। তারা বলছেন, শীত বাড়লে ডায়রিয়া, শ্বাসতন্ত্রের সংক্রমণজনিত সমস্যা, নিউমোনিয়া, জন্ডিস, আমাশয়, চোখের প্রদাহ, জ্বরসহ মানুষ নানা রোগব্যাধিতে আক্রান্ত হয়।

বরগুনা সদর হাসপাতালের তথ্যমতে, বরগুনা সদরসহ মোট ছয় উপজেলায় ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে ২৪ জন। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি ৩৫ জন। আর অন্যান্য রোগে আক্রান্ত হয়ে ভর্তি ১৬ জন।

বরগুনা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সোহরাব হোসেন জাগো নিউজকে বলেন, গত দু-এক বছরের তুলনায় বরগুনায় ঠান্ডাজনিত ও ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা অনেক কম। তবে আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি। যদি কোনো কারণে আক্রান্ত বেড়ে যায় তাহলে আমরা সামাল দিতে পারবো। পর্যাপ্ত জনবল ও স্যালাইন-ওষুধ মজুত রয়েছে।
এসআর/এএসএম