ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সাবেক স্ত্রীর দেওয়া গরম পানিতে ঝলসে গেলো বিশেষ অঙ্গ

উপজেলা প্রতিনিধি | সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ০১:২৮ পিএম, ১১ জানুয়ারি ২০২৩

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় গরম পানি ঢেলে মনিরুল ইসলাম রঞ্জু (৪৫) নামের এক ব্যক্তির বিশেষ অঙ্গ ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে সাবেক স্ত্রীর বিরুদ্ধে।

জাতীয় সেবা ৯৯৯-এ ফোন পেয়ে মঙ্গলবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় ঘটনার সঙ্গে জড়িত দুজনকে আটক করে পুলিশ। যদিও ভুক্তভোগী থানায় কোনো অভিযোগ না দেওয়ায় রাতেই তাদের ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, প্রেমের সম্পর্কে দুবছর আগে রিয়াকে বিয়ে করেন রঞ্জু। অন্য পুরুষদের সঙ্গে মেলামেশার অভিযোগে ছয় মাস আগে তাদের বিচ্ছেদ হয়। এর আগে রিয়ার আরও দুটি বিয়ে হয়। প্রতিশোধ নিতে চাচাতো বোন রিপার ফেসবুক আইডি দিয়ে রঞ্জুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান রিয়া। কিছুদিন কথা বলার পর রঞ্জুকে বাসায় যেতে বলেন রিপা।

সোমবার সন্ধ্যায় তিনি মৌচাক এলাকায় যান। দুই ঘণ্টা অপেক্ষার পর রাত ৯টার দিকে রিপা তাকে বাসায় নিয়ে যান। সেখানে সাবেক স্ত্রী রিয়া, তৃষা ও জাহিদ নামের একজনকে দেখতে পান রঞ্জু। তারা ফল দিয়ে আপ্যায়ন করেন রঞ্জুকে। পাশাপাশি তাকে গরম দুধ খেতে দেন। দুধ খাওয়ার পরই তিনি অচেতন হয়ে যান। এ সময় রঞ্জুর গোপনাঙ্গে গরম পানি ঢেলে দেওয়া হয়।

এ অবস্থায় রঞ্জুকে নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে রেখেই সেখান থেকে কৌশলে পালিয়ে যান রিপা। জ্ঞান ফিরলে জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন রঞ্জু।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল ওহাব জাগো নিউজকে বলেন, মঙ্গলবার সন্ধ্যায় চিকিৎসার জন্য মনিরুল ইসলামকে আবারও খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মলমসহ কিছু ওষুধপত্র দেয়। এছাড়া তাকে জাতীয় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নিতে বলা হয়েছে।

তবে রঞ্জুর চিকিৎসার বিষয়ে খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল বাশার কিছু জানেন না বলে জানিয়েছেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জাগো নিউজকে বলেন, জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়ে দুই নারীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিপা জানান, রঞ্জু তাকে ধর্ষণচেষ্টা করেন। আত্মরক্ষার্থে রিয়া এ কাজ করতে বাধ্য হন। পরবর্তীতে দুপক্ষ মঙ্গলবার দিনগত রাতে আপসনামা দেয়। ফলে আটক দুজনকে ছেড়ে দেওয়া হয়েছে।

রাশেদুল ইসলাম রাজু/এসজে/এমএস