মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেলো যুবকের
ফেনীতে অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে প্রাণ হারিয়েছেন মেহেরাব হোসেন অপি (২২) নামের এক যুবক। তিনি দাগনভূঞা পৌর এলাকার উত্তর শ্রীধরপুর সালাম সওদাগর বাড়ির আবুল কালাম কোম্পানির ছেলে।
বুধবার (১১ জানুয়ারি) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে গজারিয়া এলাকার দিকে যাচ্ছিলেন অপি। খুশিপুর বৈদ্যুতিক সাব স্টেশন সংলগ্ন স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে যায় এবং অপি অনেক দূর গিয়ে ছিটকে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম বলেন, মোটরসাইকেলের গতি নিয়ন্ত্রণ করতে না পেরে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।
আবদুল্লাহ আল-মামুন/এসআর/এএসএম