ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

স্কুলের সামনেই অটোরিকশার চাপায় প্রাণ গেলো শিশুর

জেলা প্রতিনিধি | ভোলা | প্রকাশিত: ০৭:১৮ পিএম, ১১ জানুয়ারি ২০২৩

ভোলায় অটোরিকশার চাপায় মো. নাঈম (০৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার (১১ জানুয়ারি) সকালে চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার নজরুল নগর ইউনিয়নে চরনলুয়া কো-ইড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহত নাঈম ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার নজরুল নগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরনলুয়া গ্রামের বাসিন্দা মো. শাহাবুদ্দিনের ছেলে এবং স্থানীয় চরনলুয়া কো-ইড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।

আরও পড়ুন- প্রতিপক্ষকে ফাঁসাতে নিজেদের লোক খুন, দেড় মাস পর গ্রেফতার ২

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার জানান, প্রতিদিনের মতো বুধবার সকালেও নাঈম বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে রওনা হয়। চরনলুয়া কো-ইড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এসে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী অটোরিকশা তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে চরকচ্ছপিয়া গণস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন- গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু 

দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এছাড়াও অটোরিকশাটি জব্দ করা হয়েছে এবং চালক পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।

জুয়েল সাহা বিকাশ/এফএ/জিকেএস