ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০৮:১৯ এএম, ১২ জানুয়ারি ২০২৩

বগুড়ায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছেন। বুধবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে শিবগঞ্জ উপজেলার দাড়িদহ মকর জনগ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহীর নাম হায়াত আলী (৪৫)। তিনি শিবগঞ্জ উপজেলার আমতলী গ্রামের ফতে আলীর ছেলে।

বিষয়গুলো নিশ্চিত করেছেন ছিলিমপুর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) লালন হোসেন।

পুলিশের এ কর্মকর্তা বলেন, বুধবার সন্ধ্যার দিকে শিবগঞ্জের দাড়িদহতে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলআরোহী হায়াত গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এএসআই লালন আরও বলেন, পরিবারের সদস্যরা হায়াতের মরদেহ বাড়িতে নিয়ে গেছেন।

এফএ/এএসএম