বরগুনার সাবেক সংসদ সদস্য দেলোয়ার হোসেন মারা গেছেন
সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মো. দেলোয়ার হোসেন
বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মো. দেলোয়ার হোসেন (৬৮) মারা গেছেন। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল ৭টার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
দেলোয়ার হোসেনের ছোট ভাই বরগুনা সদর উপজেলার আয়লাপাতাকাটা ইউনিয়নের চেয়ারম্যান মোশারেফ হেসেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দেলোয়ার হোসেন দীর্ঘদিন পর্যন্ত কিডনি রোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। কিছুটা সুস্থতা বোধ করলে তাকে বরগুনায় নিয়ে আসা হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত কিডনি ডায়ালাইসিস করতে গত মঙ্গলবার বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যান তিনি। সেখানে গুরুতর অসুস্থ হয়ে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে হাসপাতালে মারা যান।
মোশারেফ হেসেন আরও জানান, দেলোয়ার হোসেনের মরদেহ বরিশাল থেকে নিয়ে আসা হচ্ছে। বরগুনা সার্কিট হাউজ মাঠে দুপুর ২টার দিকে এবং নিজ বাড়ি আয়লাপাতাকাটায় বিকেল ৪টার দিকে তার জানাজা অনুষ্ঠিত হবে। এর আগে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ বরগুনা কেন্দ্রীয় শহীদ মিনারে এক ঘণ্টার জন্য রাখা হবে।
দেলোয়ার হেসেন একজন বীরমুক্তিযোদ্ধা ছিলেন। রাজনৈতিক জীবনে তিনি বরগুনা সদর উপজেলার আয়লাপাতাকাটা ইউনিয়নের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান, সদর উপজেলা চেয়ারম্যান, সংসদ সদস্য এবং সদ্যবিদায়ী বরগুনা জেলা পরিষদ চেয়ারম্যান ছিলেন।
এদিকে তার মৃত্যুতে জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শোক প্রকাশ করেছেন।
এমআরআর/এএসএম