ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

৩ ব্যবসাপ্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা লাখ টাকা

উপজেলা প্রতিনিধি | সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ০৬:৫১ পিএম, ১২ জানুয়ারি ২০২৩

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় তিন ব্যবসা প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইব্রাহিম।

আরও পড়ুন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বা 

অবৈধ গ্যাস সংযোগ নিয়ে ব্যবসা পরিচালনা করায় সিকদার ডাইন রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা, আদি মিষ্টি ভুবনকে ৫০ হাজার ও রসের হাঁড়িকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

jagonews24

তবে সিকদার ডাইন রেস্টুরেন্টের ব্যবস্থাপনা পরিচালক মামুন সিকদার বলেন, ‘আমি প্রতিষ্ঠানে ছিলাম না। আমাদের কোনো অবৈধ গ্যাস সংযোগ নেই। গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয়।’ জরিমানার বিষয়টি ভুল বোঝাবুঝি হয়েছে বলে দাবি করেন তিনি।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে ইয়াবাসহ দুই কারবারি আটক 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইব্রাহিম বলেন, দীর্ঘদিন ধরে এসব কারখানা ও রেস্টুরেন্ট অবৈধভাবে গ্যাস ব্যবহার করে প্রতি মাসে লাখ টাকা সরকারের রাজস্ব ফাঁকি দিচ্ছে। ঘটনার সত্যতা পেয়ে প্রতিষ্ঠানগুলোর অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি তিন প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

রাশেদুল ইসলাম রাজু/এসজে/জিকেএস