নারায়ণগঞ্জে ইয়াবাসহ দুই কারবারি আটক

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৫:৪০ এএম, ১০ জানুয়ারি ২০২৩

নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে দুই হাজার ৯০০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। সোমবার (৯ জানুয়ারি) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনাঘাট আষাড়িয়ারচর এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন।

আটকরা হলেন- চট্টগ্রামের লোহাগড়ার সুফিয়াবাদ কাজীপাড়া এলাকার রফিক আহমদের ছেলে মোহাম্মদ এহসান উল্লাহ (২৩)। অন্যজন ফারাগা মনদোলারচর এলাকার আহমেদ মিয়ার ছেলে মোহাম্মদ সাইফুল ইসলাম (২৬)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ইয়াবার বড় একটি চালান কক্সবাজার থেকে ঢাকার দিকে আসছে। ওই সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে ইয়াবাসহ তাদের আটক করে পুলিশ।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন জানান, আটকদের সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

রাশেদুল ইসলাম রাজু/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।